ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে

সংগৃহিত,গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় বছর ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ে ৫০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। এতে করে উপত্যকাটির হাজার হাজার শিশু বাবা-মা হারিয়ে এতিম হয়ে গেছে।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় ৩৯ হাজার ৩৮৪ শিশু এতিম হয়েছে।

যার মধ্যে ১৭ হাজার শিশুর বাবা-মা উভয়কে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিশু দিবসের প্রাক্কালে গাজার এমন ভয়াবহ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো।
গত জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাস শুরুর পর গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে।


এমনকি মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরেও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিল তারা। নতুন করে চালানো হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেকে। দখলদাররা ভারী সরঞ্জাম প্রবেশ করতে না দেওয়ায় ধ্বংসস্তূপের নিচে থাকা এসব মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

আলজাজিরা জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবারই ৬২ জনকে হত্যা করেছে ইসরায়েল। মাজেদ ওবায়েদ নামে গাজা সিটির এক বাসিন্দা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সকালে ইসরায়েলি হামলায় চারতলা একটি ভবন ধসে পড়ে। সেটির নিচে অনেকে চাপা পড়ে আছে। তিনি জানান, এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের ৯০ শতাংশই নিরীহ নারী ও শিশু। 

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার