ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রংপুর জেলা প্রতিনিধি : বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ। এবার রংপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে অনুষ্ঠিত হবে।

নামাজে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন। দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও নগরীর মুন্সিপাড়ায় ঈদের জামাত হবে একই সময়ে। আহলে হাদিস জামাতের নামাজ মিস্ত্রীপাড়াস্থ কেদেরের পুলসংলগ্ন মাঠে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাওলানা কেরামত আলী (র.) মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ নুরপুর, গনেশ পুর ঈদগাহ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কারবালা মাঠ। রংপুরের কালেক্টরেট ঈদগাহে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশেষ ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করবেন।

আরও পড়ুন

ঈদ ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান জানান, ঈদের জামাত নির্বিঘ্ন ও ঈদ আনন্দ বাড়িয়ে দিতে নগরীতে আইনশৃঙ্খলা বাড়াতে সচেষ্ট রয়েছে পুলিশ। ঈদে লম্বা ছুটি থাকায় নগরীর আবাসিক এলাকা, ব্যাংক বীমা এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্টও বাড়ানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ শহরে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার