ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

গানে নাচে উপস্থাপনায় মুগ্ধতা ছড়িয়ে দেশে ফিরলেন মৌসুমী, তানহা, স্বর্ণলতা

মৌসুমী, তানহা, স্বর্ণলতা

অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আয়েশা মৌসুমী, প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া ও অভিনেত্রী-উপস্থাপিকা স্বর্ণলতা দেবনাথ এবারই প্রথম ইউরোপ সফরে গিয়েছিলেন। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে গানে,নাচে আর উপস্থাপনায় মুগ্ধতা ছড়িয়ে গত ১৫ জুলাই সকালে দেশে ফিরেই তারা আবার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। গায়িকা মৌসুমী দেশে ফিরেই চলে যান নারায়ণগঞ্জ। মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন তিনি। যে কারণে ঢাকায় নেমেই তিনি চলে যান নারায়ণগঞ্জ। গতকাল আবার ঢাকায় চলে এলেন। একটি গেটটুগেদার পার্টিতে যোগ দিতেই মূলত মৌসুমীর ঢাকায় ফিরে আসা।

মৌসুমী জানান, এরইমধ্যে স্টেজ শোর জন্য আলাপ আলোচনায় চলছে। ব্যাটে বলে মিলে গেলেই তিনি স্টেজ শোতে ফিরবেন। তবে মৌসুমী জানান, আগামী মাসের শুরুতে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানেও প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

এদিকে তানহা তাসনিয়া দেশে ফিরেই জানতে পারেন তার সর্বশেষ করে যাওয়া বিজ্ঞাপনটির দেশের সবগুলো চ্যানেলে প্রচার শুরু হয়েছে। সর্বশেষ তানহা তাসনিয়া নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল কার্ডিয়াক হসপিটাল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে গিয়েছিলেন। এই বিজ্ঞাপনের গল্প হাসপাতালেরই ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

এদিকে দেশে ফিরেই স্বর্ণলতা তার স্বামী সুব্রত রায়ের সঙ্গে দেখা করে মায়ের কাছে চলে যান। রাজধানীর বাসাবোতে থাকেন স্বর্ণলতা। নিজের বাসায় গিয়ে কিছুক্ষণ সময় পর তিনি মায়ের সঙ্গে দেখা করেন। কারণ তার বাবা না থাকার কারণে মা-ই তার পুরো পৃথিবী।

আরও পড়ুন

আয়েশা মৌসুমী বলেন,‘ ইউরোপ সফর ছিলো আমার জীবনের সবচেয়ে সফল এবং মনে রাখার মতো সফর। আজীবন বুকে লালন করবো এই সফর। তবে লাগেজ হারিয়ে যাবার কারণে মনটা খুউব খারাপ। জানিনা এই লাগেজ আর ফেরতে পাবো কী না।’

তানহা তাসনিয়া বলেন,‘ দেশে ফিরেই ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের বিজ্ঞাপনে কাজ করার জন্য বেশ সাড়া পেতে শুরু করেছি। ধন্যবাদ বিশেষত ডাক্তার আশীষ কুমার চক্রবর্ত্তী দাদাকে আমাকে এই বিজ্ঞাপনে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আর ইউরোপে এবারই প্রথম গিয়েছি আমি। পুরো সফরটাই ছিলো ভীষণ উপভোগ্য। ভূ-র্স্বগ সুইজারল্যাণ্ড দেখলাম, ইতালির ভেনিস দেখলাম-আরো কতো কী। মন ভরে গিয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’

র্স্বণলতা দেবনাথ বলেন,‘ দেশে ফিরেই মায়ের সঙ্গে আগে দেখা করেছি। মাকে খুউব মিস করছিলাম। কারণ ২৫টা দিন মাকে না দেখে থাকতে পারাটা আমার জন্য অনেক কঠিন ছিলো। সুব্রতকেও খুউব মিস করছিলাম। দেশে ফিরেই প্রস্তুতি নিচ্ছি লিটু সাখায়াতের গল্পে নির্মিত নতুন ধারাবাহিক রূপনগর-এ অভিনয়ের। বৃষ্টির জন্য শুটিং স্থগিত হলেও, শিগগিরই শুরু হবে আবারো এর শুটিং।’ উল্লেখ্য, ইউরোপ ট্যুরে তারা ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যাণ্ড, ইতালী ও স্পেন-এ শো করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন