সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু
_original_1752763607.jpg)
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে বাকি বিল্লাহ(৫) ও আছিয়া খাতুন(৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, তাদের বাবা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন। গত বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সাথে কাঁঠাল-মুড়ি খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পরে। পরে তাদের খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন