ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জানালা কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে লুট

জানালা কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে লুট

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে জানালা কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় দুই পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। চোরদের ব্যবহৃত চেতনানাশকে দু’পরিবারের নারীসহ অসুস্থ ৭ জনকে মুমুর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২৮ মার্চ) সকালে এদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞান করে এই চুরি সংঘটিত হয়।

হাসপাতালে আসা চেতনানাশকে আহতরা হলেন- উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামের অসিম ভদ্র, তার মাতা লক্ষী ভদ্র, স্ত্রী সঞ্চিতা ভদ্র ও কন্যা স্মিতা ভদ্র, অপর পরিবারের অরুপ ভদ্র, তার স্ত্রী বিউটি ভদ্র ও বোন পূর্ণিমা ভদ্র।

চিকিৎসকরা বলছেন, তাদের চিকিৎসা চলছে। সবাই এখন আশংকামুক্ত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামে ওই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


ভুক্তভোগি পরিবারের সদস্য কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র বলেন, “প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অসিম ভদ্র ও অরুপ ভদ্রের পরিবার ঘুমিয়ে পড়েন। দিবাগত গভীর রাতে চোরেরা জানালা কেটে ঘরে প্রবেশ করে। দুটি পরিবারের সকল সদস্যদের ঘুমন্ত অবস্থায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে। এরপর চোরেরা অসিম ভদ্রের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র এবং অরুপ ভদ্রের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাব চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে সংঘবদ্ধ চোরেরা দু’টি বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”

আরও পড়ুন


এদিকে শুক্রবার সকাল পেরিয়ে গেলেও কাউকে না দেখে প্রতিবেশিদের সন্দেহ হয়। প্রতিবেশিরা ওই বাড়িতে এসে তাদের ডাকলেও কেউ কোন সাড়া দেয়নি। এরপর প্রতিবেশিরা ঘরের মধ্যে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। আলমারি খোলা, জিনিসপত্র এলোমেলা এবং জানালা কাটা। এ সময় প্রতিবেশিরা অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনমুন জানান, বেলা ১১ টার দিকে ৭ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাদের চিকিৎসা চলছে। অনুমান করা হচ্ছে, চেতনানাশক স্প্রে করে তাদেরকে অজ্ঞান করা হয়েছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, চিকিৎসার পর এখন সবাই সুস্থ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, চুরির ঘটনা শুনে সেখানে গিয়েছিলেন। ওই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ চুরির মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা  

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু