ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫, ০৪:২১ দুপুর

সিমন্সকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিলো বিসিবি

সিমন্সকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিলো বিসিবি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ফিল সিমন্সই। মঙ্গলবার বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে এই কোচের বিষয়ে। ২০২৭ সালে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। সে পর্যন্ত টাইগারদের সামলাবেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ফিল সিমন্সকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার অ্যাসাইনমেন্ট ছিল ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে, বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির সময়সীমা বৃদ্ধি করেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৬১ বছর বয়সী এই কোচ বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

এক বিবৃত্তিতে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে অনেক প্রতিভা রয়েছে, তা অনস্বীকার্য এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এরই মধ্যে বাংলাদেশ দলের সঙ্গে বেশ ভালো কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে সিমন্সের। সে অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তাতে এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা একসাথে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’ সিমন্স আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা এবং কাটানো সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসু হয়েছে। এই দলের মধ্যে আমি শক্তি, প্রতিশ্রুতি এবং ক্রিকেটার অসাধারণ সক্ষমতা দেখেছি। এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি উদগ্রীব হয়ে আছি।’

আরও পড়ুন

১৯৮৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেন সিমন্স। এরপর তিনি ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দু’বার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ নিযুক্ত হন এবং তার অধীনে ২০১৬ সালে তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সিমন্স ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের কোচিংও করিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড