ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

ভোক্তা অধিকারের অভিযানে

নাটোরে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকা জরিমানা

নাটোরে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকা জরিমানা। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মিষ্টি তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ঘি উৎপাদন করার অভিযোগে মামুন বেকারি, ননীবালা মিষ্টান্ন ভান্ডার ও সূর্য্য সুইটস নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার  দুপুরে শহরের হুগোলবাড়িয়া ও স্টেশন বাজার এবং মাদারা মোড় এলাকায় পৃথক তিনটি অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুল হাসান এই জরিমানা করেন। এ সময় অভিযানে সহযোগিতা করেন, র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার হাফিজ আল আসাদসহ র‌্যাবের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শহরের হুগোলবাড়িয়া মামুন বেকারি এবং স্টেশন বাজার ননীবালা মিষ্টান্ন ভান্ডার এবং মাদারা মোড় এলাকায় সুর্য্য সুইটস নামে তিনটি প্রতিষ্ঠানের কারখানায় পৃথক ভাবে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে মামুন বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং সুর্য্য সুইটস’র কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ঘি উৎপাদন করায় নিরাপদ খাদ্য আইনের আওতায় তাদের জরিমানা করা হয়।

এদের মধ্যে মামুন বেকারি কে ২০ হাজার টাকা, ননীবালা মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার টাকা এবং সুর্য্য সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এই ধরনের পরিবেশে আর খাদ্যদ্রব্য তৈরি, সংরক্ষণ এবং বিক্রয় না করার জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নরসিংদীতে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

হজে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

আ.লীগের সহায়তায় ভারতীয় গণমাধ্যমগুলো ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব