ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ০১:১২ দুপুর

যুদ্ধ বন্ধে প্রায় দুই ঘণ্টা ফোনালাপ ট্রাম্প-পুতিনের

যুদ্ধ বন্ধে প্রায় দুই ঘণ্টা ফোনালাপ ট্রাম্প-পুতিনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) গ্রিনিচমান সময় ১৪টার দিকে এই ফোনালাপ শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

ট্রাম্প এবং পুতিনের আলোচনার মূল উদ্দেশ্য ছিল, রাশিয়াকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানো, যেখানে রাশিয়ার দখল করা ইউক্রেনের কিছু অঞ্চলে ছাড় দিতে সম্মত হবে। যদিও ইউক্রেন চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন এখনও পুরোপুরি রাজি হননি। তবে ট্রাম্প বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে সরাসরি কথা বলে তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যেতে সক্ষম হতে পারেন।

গত সপ্তাহে পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি সম্ভব, তবে সেটি মূল সমস্যার ওপর ভিত্তি করে হতে হবে। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার দখলে চলে গেছে এবং পুতিন বলেছেন, রাশিয়ার স্বার্থ রক্ষা হলেই তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। এদিকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো পরবর্তীতে এক্সে তিনি লেখেন ‘আলোচনা চলছে’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এই ফোনালাপের ব্যাপারে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না। তবে ডান স্কাভিনোর পোস্টের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, ট্রাম্প ও পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলছেন। এর কিছুক্ষণ পরই জানা যায় তাদের ফোনালাপ শেষ হয়েছে।

আরও পড়ুন

এছাড়া ট্রাম্প রাশিয়াকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ দেয়ার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও অন্তর্ভুক্ত হতে পারে। এখনও পর্যন্ত ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের সম্পর্কে হোয়াইট হাউজ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে তাদের আলোচনা ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে বলে জানানো হয়। খবর : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিয়া জোটের সমর্থন পেয়েছেন নূরী আল-মালিকি