ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ দুপুর

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ক্ষুদ্র ও ভাসমান দোকানগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি, হয়রানি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পাঠানো এক আবেদনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও ভাসমান দোকানকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে নানা অনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে। অভিযোগে বলা হয়, কিছু বিতর্কিত ডাকসু প্রতিনিধি ও তাদের ঘনিষ্ঠ কর্মী-কর্মচারীরা দোকান বসানোর অনুমতি দেওয়ার নামে চাঁদাবাজি করছেন এবং দোকানদারদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ভিডিওটি প্রসঙ্গচ্যুতভাবে প্রচার করে শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে ছাত্রদল। তাদের ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

ছাত্রদল দাবি করে, আগস্ট মাসের পর থেকে সংগঠনটির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুই দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো-

১. ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকান পরিচালনার ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
২. অভিযোগ অনুযায়ী চাঁদাবাজি ও সিন্ডিকেট গঠনের সঙ্গে জড়িত ডাকসু প্রতিনিধি বা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী থাকলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়, আজ রাত ৮টার মধ্যে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানাতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ছাত্রদল আইনি ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সইকৃত আবেদনে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিয়া জোটের সমর্থন পেয়েছেন নূরী আল-মালিকি