ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের ব্যবসায়ী লিপি ভরসা ঢাকায় গ্রেফতার

রংপুরের ব্যবসায়ী লিপি ভরসা ঢাকায় গ্রেফতার। প্রতীকী ছবি

রংপুর জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি রংপুরের ব্যবসায়ী লিপি ভরসাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৬ মার্চ) সকালে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদি হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

আরও পড়ুন

তিনি এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি ভরসাকে সাড়ে ১১ টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে গুলশান থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরের আদালতে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২