ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বলছে কুয়েতের বিজ্ঞান কেন্দ্র

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে ৩০ মার্চ, আকাশে থাকবে ৮ মিনিট

সংগৃহীত,মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে ৩০ মার্চ, আকাশে থাকবে ৮ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। তবে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সৌদি ও কুয়েতে চাঁদ দেখা কষ্টসাধ্য হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুন

এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য। তারা বলেছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সংস্থাটি বলেছে, “আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ইদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।

সূত্র: আরব টাইমস কুয়েত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা

ইয়ামালকে ‘শিশু’ বলতে নারাজ ফ্লিক

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

মন নিয়ে না খেলে ক্রিকেট খেল: সোনিয়া | Celebrity Cricket League | Model Sonia | Daily Karatoa

বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান শেষে যা জানা গেল | BRTA Corruption | DUDOK | Anti Corruption