ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বরগুনায় একই রাতে জোড়া খুন

বরগুনায় একই রাতে জোড়া খুন

বরগুনা জেলার দুটি পৃথক স্থানে একই রাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনাসূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।

অন্যদিকে সকালে বরগুনা সদরের ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন

নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবি, দু'জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুই খুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টুর ও মিরাজের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি