ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

বগুড়ার ধুনটে নাশকতার একাধিক মামলায় আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার একাধিক মামলায় আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপি জি এম সিরাজের গাড়ি বহরে ককটেল হামলা, বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগসহ একাধিক ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাকৃতরা হলো, উপজেলার কৈয়াগাড়ি গ্রামের নজরুল ইসলাম দুদু সরকারের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান শামীম (৪৫) ও ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক অন্তর (৩৫)।

আজ রোববার (৯ মার্চ) ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর এ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বাদি হয়ে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় পৃথক ৫টি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ সব মামলার মধ্যে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শামীমকে একটি মামলায় এবং যুবলীগ নেতা অন্তরকে ৪টি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সব মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী