ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর ছেলের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর ছেলের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারঘাটা পারশুন এলাকা থেকে নাজমুল হোসেনের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। সে মালয়েশিয়া প্রবাসী রাশেদুল ইসলাম চাঁনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুল মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও জীবিকার তাগিদে ট্রাক চালকের সহকারী (হেলপার) ছিলেন। তার মা মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন জায়গায় থাকেন। বাবা প্রবাসে কারাগারে আটক আছেন। শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় নাজমুল।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই নাহিদ হোসেন জানায়, ট্টাক থেকে বাড়িতে ফিরে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে নাজমুল। সে সবার অজান্তে ভোররাতে আত্মহত্যা করে। সকালে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসে।

আরও পড়ুন

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অনুরোধে এবং অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ