ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়ায় সন্ধ্যায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাতে ট্রাক দূর্ঘটনা : নিহত এক আহত এক

বগুড়ায় সন্ধ্যায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাতে ট্রাক দূর্ঘটনা : নিহত এক আহত এক,ছবি:দৈনিক করতোয়া ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় বাস-সিএনজি মুখোমিুখ সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক মোরশেদুল বারী  (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরত্বর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত সিএনজি চালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা ফিলিং ষ্টেশন এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কাদেয়। এতে হেলপার ফরহাদ হোসেন (৩৮) গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোবিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাক ধাক্কাদেয় একে পিছনের ট্রাকের হেলপার ফরহাদ হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দূর্ঘটনা দুটি ঘটেছে। বাস-সিএনজি মুখোমিুখ সংঘর্ষে আহত সিএনজি চালক মোরশেদুল বারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ফরহাদ হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে। এবং পৃথক দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া  হয়েছে।  

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় আটক ১

সংসদ নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করেছে ইসি : সচিব

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ ,বিক্ষোভ করছেন চাকরিচ্যুত শিক্ষকরা

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র