ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ০৯:২৭ রাত

দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানসহ দুই ছিনতাইকারি আটক

ব্যাটারিচালিত ভ্যানসহ দুই ছিনতাইকারি আটক

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানান্দবাড়ী কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে দুই ছিনতাইকারি আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত (০৩ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় এক ছদ্মবেশী যাত্রী। ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৩৫) মাথায় রড দিয়ে আঘাত করে যাত্রী সেজে থাকা ছিনতাইকারীরা এতে গুরতর আহত হন তিনি। পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার ২০ হাজারের বেশি নিদর্শন লুট করেছে ইসরায়েলি বাহিনী

গণভোটের ব্যালটে প্রশ্নের ধরন নিয়ে চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ

গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ

রোজার আগেই চাল, গম আনা হবে: অর্থ উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা