ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া জেলা প্রশাসক কাপটি-টুয়েন্টি ক্রিকেটে সদর উপজেলা চ্যাম্পিয়ন

বগুড়া জেলা প্রশাসক কাপটি-টুয়েন্টি ক্রিকেটে সদর উপজেলা চ্যাম্পিয়ন। ছবি : দৈনিক করতোয়া

স্পোর্টস রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক কাপ আন্ত: উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেটে বগুড়া সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বগুড়া সদর উপজেলা দল শাজাহানপুর উপজেলা দলকে ৭ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে।

টস জিতে শাজাহানপুর উপজেলা দলের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু বগুড়া সদর উপজেলা দলের বোলারদের আগ্রাসী বোলিংয়ের সামনে ১৮ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানের ছোট খাটো ইনিংস খাড়া করে। দলের পক্ষে পাপ্পু সর্বোচ্চ ৩৮ এবং মারুফ ২২ রান করেন। বগুড়া সদরের আবির ৩টি এবং নিবির ২টি উইকেট লাভ করেন। বগুড়া সদর জয়ের জন্য ৯৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে

তানজিদ হাসান তামিম ও সাফাকাতের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১২ দশমিক ১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। তামিম ৩১ এবং সাফাকাত ২৬ রান করেন। শাজাহানপুরের রকি ৩টি উইকেট লাভ করেন। বগুড়া সদরের আবির ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া টুর্ণামেন্টের সেরা বোলার হয়েছেন তিনি।

আরও পড়ুন

টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া সদরের রাজা এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোনাতলা উপজেলা দলের ফিরোজ (জুনিয়র)। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। টুর্ণামেন্টের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলীবেগ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, টিএমএসএসএর উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, মিউচুয়ালট্রাস্ট ব্যাংকের এরিয়া ম্যানেজার সামিউল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা