ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পদ্মা সেতু দুর্নীতি

১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৩ জনের নামে মামলা

পদ্মা সেতু প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির জাল কাগজপত্র তৈরি করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

আজ বুধবার দুপুরে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আতিক রহমান মামলাটি করেন।

মামলার প্রধান আসামি হিসেবে তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলএও) ও বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক প্রমথ রঞ্জন ঘটককে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় আরও দুজন সার্ভেয়ারসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।

দুদকের তদন্ত ও অভিযোগ

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ পাঁচটি এলএ (ভূমি অধিগ্রহণ) কেসে সরকারি খাস জমি, ভিপি সম্পত্তি এবং বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির জাল কাগজপত্র তৈরি করা হয়। এসব ভুয়া নথির মাধ্যমে অধিগ্রহণ ক্ষতিপূরণ বাবদ ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করা হয়েছে।

তৎকালীন এলএও প্রমথ রঞ্জন ঘটকের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। এ দুর্নীতিতে সহযোগিতা করেছেন সার্ভেয়ার মো. রাসেল আহম্মেদ ও মো. নাসির উদ্দিন। স্থানীয় একটি চক্রের সহায়তায় তারা প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন

আসামিদের তালিকা

দুদকের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রমথ রঞ্জন ঘটককে। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন সার্ভেয়ার মো. রাসেল আহম্মেদ ও মো. নাসির উদ্দিন। স্থানীয় পর্যায়ে জালিয়াতির সঙ্গে জড়িত আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারী, কুলসুম বিবি, আতিকুর রহমান, মো. মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোসনা বেগম, আখি বেগম, আলম আলী বেপারী, হাছিনা বেগম, আছমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান ও সুধাংশু কুমার মণ্ডল নামের আরও ২০ জনকেও আসামি করা হয়েছে।

মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো. আতিকুর রহমান জানান, ২০২২ সালে দুর্নীতির এ অভিযোগের বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে প্রমাণ সংগ্রহের পর মামলা করার অনুমোদন দেওয়া হয়। ৫ মার্চ, বুধবার মামলাটি রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, এখন আসামিদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের পথে এক পা পিএসজি’র

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রধান উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করলেন 

কাশ্মির সীমান্তে পাক-ভারত সেনাদের ভারী গুলিবর্ষণ

 ৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

আজ চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি