ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বগুড়ায় দুদিন ধরে নিখোঁজ শিক্ষার্থী কারিমুল

বগুড়ায় দুদিন ধরে নিখোঁজ শিক্ষার্থী কারিমুল। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কারিমুল হাসান (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত দুদিনেও তার খোঁজ মেলেনি। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের উপকন্ঠে শাকপালা এলাকার বাড়ি থেকে মাটিডালী এলাকায় সাইক টেকনিক্যাল ইন্সটিউট নামে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কারিমুল নিখোঁজ হন। আজ শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত কারিমুল হাসানের খোঁজ মেলেনি। তার বাবা মো. জিল্লুর রহমান জিন্নাহ এ ব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

জিল্লুর রহমান জিন্নাহ বলেন, তিনি একজন ঠিকাদার। তার বাড়ি বগুড়া সারিয়াকান্দি উপজেলার নারচি এলাকায় হলেও তিনি শহরতলীর শাকপালায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার ছেলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি।

আরও পড়ুন

আত্মীয়- স্বজন ও তার বন্ধু মহলে খোঁজ খবর নিয়েও তার সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক 

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ

আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন