ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় অসময়ে গাছে ঝুলছে পরিপক্ক আম

নাটোরের বাগাতিপাড়ায় অসময়ে গাছে ঝুলছে পরিপক্ক আম

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : আম সাধারণত গ্রীস্মকালীন ফল হলেও নাটোরের বাগাতিপাড়ায় অসময়ে গাছে ঝুলছে পরিপক্ক আম। একই গাছের অন্য ডালগুলোও মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এমন দৃশ্য উপজেলার লোকমানপুর এলাকার মালিগাছা গ্রামের সাবেক সেনা সদস্য (সার্জেন্ট) আমিরুল ইসলামের বাড়ির আঙিনায় লাগানো আমগাছে। তিনি ওই গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে।

আমিরুল ইসলামের সাথে সম্প্রতি কথা হলে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে এলাকায় তিনি দেড় একর জমিতে সাতটি জাতের আমের গাছ রোপণ করেন। এর মধ্যে বাড়ির আঙিনায় রোপণ করা কয়েকটির মধ্যে একটি গাছে বছরে তিনবার আম ধরে। কিন্তু কেন ধরে তিনি জানেন না।

তিনি আশ্বিনা জাত হিসেবে পার্শ্ববর্তী বাঘার রুস্তমপুর এলাকা থেকে এই আমের চারাগাছ সংগ্রহ করেছিলেন। একই সাথে অনেক গাছ নেওয়া হলেও শুধু একটি গাছে তিনবার আম ধরে। এক আম পরিপক্ক হতে থাকলে আবার মুকুল আসতে থাকে। এই আমের স্বাদও বেশ মিষ্টি। এর আগে এই আম তিনি কৃষিমেলাতেও প্রদর্শন করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, গাছ রোপণের প্রথম চার বছর একবার করে আম ধরতো। এরপর থেকে দুইবার করে এবং কয়েক বছর থেকে তিনবার করে আম আসা শুরু হয়। প্রায় ১৫ বছর বয়সী এই আম গাছটি দেখতে অনেক মানুষ আসেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, আমাদের দেশে কাটিমন বা বারি-১১ জাতের আম বছরে তিন বার ধরে। তবে আশ্বিনা জাতের আমের এমন ঘটনা নেই। তার ধারণা এটি নীল উদ্দিন জাতের আম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

দেশে ফিরেই কয়েক ঘন্টা বিশ্রাম শেষে স্টেজ শো’তে লিজা