বগুড়ায় ক্লিনিকে গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর, মামলা হয়নি থানায়

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তৃপক্ষের গাফিলতিতে গর্ভের সন্তানসহ রোখসানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ওই ক্লিনিকের সাইনবোর্ড এবং দরজা ভাঙচুর করেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানিয়েছেন, আজ রোববার (২ মার্চ) বিকেল ৫ টা পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ মামলা দায়ের করতে আসেননি। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে মিমাংসা হয়েছে বলে শুনেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রোখসানার ভাই সাফিউল ইসলাম অভিযোগ করেন, গতকাল শনিবার রোখনাসার সন্তান প্রসবের ব্যথা ওঠলে বেলা ১১টার দিকে তাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না।
আরও পড়ুননার্সরা জানায়, চিকিৎসক কিছুক্ষণ পর আসবেন। রোগী ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে চিকিৎসক আসেন। কিন্তু রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোখসানাকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এই ঘটনায় তদন্ত হবে। নিহতের পরিবার থেকে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে অভিযোগ অনুযায়ী আমরা কাজ করবো।
মন্তব্য করুন