ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

রংপুরের পীরগাছায় শিয়ালের কামড়ে আহত ৫

রংপুরের পীরগাছায় শিয়ালের কামড়ে আহত ৫, প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় একদিনে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- বড়পানসিয়া সর্দারপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, মৃত মনছুর আলীর ছেলে নজরুল ইসলাম, মুকুল মিয়ার মেয়ে মিথিলা আক্তার, মৃত আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন ও অনন্তরাম আমবাড়ী গ্রামের মৃত আব্দুল এর মেয়ে রাবেয়া বেগম।

সরেজমিনে গত শুক্রবার রাত ১০টার দিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন মর্জিনা বেগম। তার ডান পা ব্যান্ডেজ করা। শিয়াল তার ডান পায়ের হাটুর নিচে কামড়ে মাংস ছিড়ে নিয়েছে।

আরও পড়ুন

এসময় মর্জিনা বেগম জানান, তিনি সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় রান্না করছিলেন। এসময় কোথা থেকে যেন একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালের হাত থেকে তাকে উদ্ধার করে।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাঈদী বলেন, হঠাৎ করে একদিনে এতগুলো শিয়ালের আক্রমণে আহত রোগী তিনি ইতোপূর্বে পাননি। আহতদের হাসপাতালের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার

শতকোটি টাকার সরকারি জমি জালিয়াতি, তদন্তে নেমেছে দুদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

থানায় যুবকের ঝুলন্ত মরদেহ, ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার