জয়পুুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে বাদ আছর পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়।
শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় তিনমাথা মোড়ে উপজেলা আমীর ডাঃ সুজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াত নেতা পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সদর আমীর মাওঃ ইমরান হোসেন, উপজেলা সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার প্রমুখ। এ সময় উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন