ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজেদের হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের দু’টি পৃথক মামলায় দু’জনকে সাজা দিয়েছেন আদালত। ১শ’ গ্রাম হেরোইন হেফাজতে রাখার অপরাধে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরহাকিমপুর গ্রামের মোর্শেদ আলীর ছেলে কবির শেখ (৩৫)। তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডেরও আদেশ দিয়েছেন আদালত।

অপরদিকে ১ কেজি ২৬ গ্রাম হেরোইন হেফাজতে রাখায় দায়ের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরগাছি গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে মো. জিয়াকুর (৫২)। তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একবছর কারাদন্ডেরও আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন দন্ডিত কবির শেখের অনুপস্থিতিতে (পলাতক) এবং দন্ডিত জিয়াকুরের উপস্থিতিতে পৃথক দুই মামলার সাজা ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ময়েজ উদ্দিন বলেন, ২০১৬ সালের ৩ জুন সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন কবির শেখ। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন ডিএডি আক্কাস আলী। ২০১৬ সালের ১৬ জুলাই আদালতে মামলার চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সারোয়ার রহমান। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত গত সোমবার সাজা ঘোষণা করেন। আসামি পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করেন এড. আহসান হাবীব জুয়েল।

আরও পড়ুন

অপরদিকে ২০২৩ সালের ২৫ মে সদর উপজেলার চরবাগডাঙ্গা ল্যাংড়ার মোড় এলাকায় র‌্যাবের অভিযানে ১ কেজি ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন জিয়াকুর। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন  উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম সার্বিক।

২০২৩ সালের ১৪ জুলাই আদালতে মামলার চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. আখতারুজ্জমান। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত গত সোমবার সাজা ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২