জুলাই বিপ্লব নিয়ে কটুক্তির অভিযোগ
বগুড়ায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগ বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিল (২০)কে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র একটি টিম শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সূত্রাপুর এলাকার মোঃ মন্তেজার রহমানের ছেলে।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, ধৃত তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার শাখার একজন কর্মী। জুলাই বিপ্লব নিয়ে সে ফেসবুকে কটুক্তি করে আসছিল। এছাড়া বিভিন্ন স্থানে সে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রচার করে আসছিল । সেই সাথে সে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিল। শহরের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তৎপর ছিল। সেইসাথে জুলাই বিপ্লবের সময়ে আন্দোলনকারীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণ,হত্যার চেষ্টা সহ বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত ছিল সে। তার বিরুদ্ধে এসব অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন