ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর বনানী সৈনিক ক্লাবের পেছনে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান শেখ (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে শিক্ষার্থীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে শিক্ষার্থী তাফিমুল ইসলাম তায়েম বলেন, ‘দুপুর দেড়টার দিকে সৈনিক ক্লাবের পিছনে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো দেখি। পরে দ্রুত ওই ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তবে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়েছে, নাকি রেললাইন পার হচ্ছিল তা জানতে পারেনি।’

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত ব্যক্তির সহকর্মীরা। ছোট ভাই তারিকুল ইসলাম মিঠু জানান, তাদের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার পদ্মাবিলা গ্রামে। বাবার নাম আব বকর শেখ। অাব্দুল হান্নান বর্তমানে নদ্দা কালাচাঁদপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি সাইনবোর্ডের ব্যবসা করতেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘বিকেলে ফোনের মাধ্যমে তার বড় ভাইয়ের দুর্ঘটনার কথা জানতে পারি। পরে ঢাকা মেডিকেলে এসে মরদেহ দেখতে পাই। তিনি কেন সৈনিক ক্লাবের পেছনে গিয়েছিলেন তা জানতে পারিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বনানী এলাকা থেকে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। শিক্ষার্থীরা বলেন, ওই ব্যক্তি ট্রেনে লাইনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ চতুর্থ দফায় আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

সরকার শেখ হাসিনার পুরোনো কৌশলের পথেই এগিয়ে চলেছে : রিজভী

মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ, লড়াই শিরোপারও

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে : আসিফ নজরুল

পারিবারিক আবহে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

গাজায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা