ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর জলঢাকায় স্বামীর পরকীয়ার জেরে নির্যাতনে গৃহবধূর মৃত্যু

নীলফামারীর জলঢাকায় স্বামীর পরকীয়ার জেরে নির্যাতনে গৃহবধূর মৃত্যু। প্রতীকী ছবি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় স্বামীর পরকীয়ার জেরে নির্যাতনে পবী দেবনাথ নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী পরিমল দেবনাথসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া (নাথপাড়া) এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরিমল দেবনাথ পরকীয়ায় আসক্ত ছিল। এ নিয়ে স্ত্রী পবী দেবনাথকে পরিমল দেবনাথ প্রায়ই মারধর করতো। গতকাল সোমবার দুপুরে মারামারির একপর্যায়ে পরিমল দেবনাথ তার স্ত্রী পবী দেবনাথের উপর পাশবিক নির্যাতন চালায়। এতে পবী দেবনাথ গুরুতর অসুস্থ হলে পার্শ্ববর্তী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্বামী পরিমলকে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নিহত পবি দেবনাথের বাবা সুদিন দেবনাথ।

আরও পড়ুন

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, বিষয়টি আসলে মর্মান্তিক, মৃত ব্যক্তির পরিবার থেকে অভিযোগ আছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর পরে আসল বিষয়টি কি ছিল তা জানা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার