ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দুই পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ। টিকে থাকার ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ। এছাড়া কম্বিনেশনের জন্য বাদ পড়েন গতি তারকা নাহিদ রানা। 

অন্যদিকে, স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকতে চায় তারাও। ‘এ’ গ্রুপের আরেক দল ভারত এরই মধ্যে টানা দুই জয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস