ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

ব্রিজের নিচে মহিষের হাট

ব্রিজের নিচে মহিষের হাট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোল হাটে গরু ও মহিষ বিক্রির জায়গার অভাবে ব্রিজের নিচে বসছে মহিষের হাট। দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরু-মহিষ ও ছাগল ভেড়া ক্রয়-বিক্রয়ের হাট কাহারোল হাট। এই হাটটি সপ্তাহের শনিবার দিন বসে বড় হাট-বাজার।

দেখা গেছে, প্রতি শনিবার সকাল থেকেই দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা হতে ব্যবসায়ীরা তাদের গরু-মহিষ ও ছাগল-ভেড়া ট্রাক ও ভটভটিযোগে নিয়ে আসেন কাহারোল হাটে বিক্রি করার উদ্দেশ্যে। এই হাটে গরু-মহিষ ছাগল ও ভেড়া ক্রয় করার জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন এখানে গরু-মহিষ ও ছাগল ভেড়া ক্রয়ের জন্য।

কিন্তু হাটের স্থান সংকুলান না হওয়ায় গরু বিক্রেতারা হাট ছেড়ে পাকা সড়কের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককেই। সড়কের ওপরে গরু নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে এক পর্যায়ে এই সড়ক দিয়ে সাধারণ পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রে পড়তে হয় চরম বিপাকে। এ যেন প্রতি সপ্তাহে শনিবার হাটের দিনের সঙ্গী।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা গরু বিক্রেতা মো. আব্দুর রশিদ জানান, গরু ও মহিষ হাটটিতে জায়গা না থাকায় মহিষ নিয়ে গরু হাটে পূর্বপাশে পূর্নভবা নদী ব্রিজের নিচে দক্ষিণপাশে মহিষ ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। এছাড়া গরু হাটের ভিতরে নেই বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা। না থাকার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের উভয়ের। এমন কি হাটের পাশে একটু বিশ্রামের জন্য নেই কোনো সেড।

আরও পড়ুন

আবার অনেক ব্যবসায়ীরা জানান, এই হাট থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকলেও ব্যবসায়ীদের জন্য সুন্দর কোনো সু-ব্যবস্থা গ্রহণ করেননি হাট-বাজার কর্তৃপক্ষ। অপরদিকে পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা থেকে আসা মহিষ বিক্রেতা জানান, গরু মহিষ হাটে জায়গা না থাকায় ব্রিজের নিচে মহিষ ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে বাধ্য হয়ে। উপজেলা প্রশাসন আমাদের কথা চিন্তা করে গরু ও মহিষের হাটে কয়েকটি সেড নির্মাণ করলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতাদের অনেক উপকার হবে।

কাহারোল হাট-বাজার ইজারাদার মো. আতিকুল ইসলাম শাহ্ জানান, এবার কাহারোল হাটটি ১ বছরের জন্য সরকারে কাছে থেকে ৪ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকায় আমি ইজারা গ্রহণ করেছি। কিন্তু মহিষের হাটে জায়গার অভাবে মহিষ হাটটি পূর্নভবা ব্রিজের নিচে নেওয়া হয়েছে। ১ বছরের জন্য ৬০ টাকার বিনিময়ে একজন ব্যক্তির কাছে থেকে জমি লীজ নিয়ে মহিষের হাটটি বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরু হাটের জায়গা সম্প্রসারণের কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে, আশা করা হচ্ছে দ্রুত এর কাজ শেষ হবে এবং  অত্র হাটে পানি ও জলের সু-ব্যবস্থা রয়েছে। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে তাহলে দ্রুত সমাধান করা হবে এবং অচিরেই হাট সেডের ব্যবস্থা করা হবে ব্যবসায়ীদের সুবিধার্থের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ