ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,‘সরকার মব জাস্টিসকে কোনভাবেই বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আজ শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনে এক লাখ গাছের চারা রোপণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। 

পরিবেশদূষণ রোধে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব।

পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষন পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে রাখবো না, ততক্ষন পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা আরো বলেন, আমরা কাজ শুরু করছি। আশা করি দ্রুত সময়ে সকলের সহযোগীতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, পরিবেশ যদি না বাঁচে আপনি যত বড় সম্পদশালী হোন না কেন বেঁচে থাকতে পারবেন না। এটার প্রভাব পড়বে আমাদের উপর। সাভারের স্থানীয় লোকেরাই নদী দখল এবং দূষণের সাথে জড়িত।

আরও পড়ুন

সবাই মিলে উদ্যোগ নিয়ে পরিবেশ দখল এবং দূষণের বিরুদ্ধে কাজ করতে হবে।

এর আগে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে অনুষ্ঠানে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরন করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত অবস্থায় সাপের কামড় প্রাণ গেল কলেজ ছাত্রের

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না:বুমরাহ

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি