ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০১:৪৮ দুপুর

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিহত শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জয়। ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জয় (১৫) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে পৌর এলাকার লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয় শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং লোহাগাছ এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলার সময় জয় ও একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক এবং তার বন্ধুদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ভূখণ্ড দখলে রাখার দাবিতে অনড় পুতিন

প্রত্যর্পণের শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে : প্রেস সচিব

আইবিএর পরীক্ষার মধ্য দিয়ে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু

ভোলা–বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়ন, জাতীয় অর্থনীতি ও মানবিক জীবনযাত্রায় প্রয়োজনীয়তা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ডিটওয়াহ’

কন্যাসন্তানের বাবা অভিনেতা নিলয় আলমগীর