ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী কুপিয়ে হত্যা করল স্বামীকে 

পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী কুপিয়ে হত্যা করল স্বামীকে, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : নিজের চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী স্বামী আলাউদ্দিনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে।  এ ঘটনায় তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হালিশহর থানার জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তালায় এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি অলম বাজার এলাকার মইন উদ্দিনের ছেলে।

হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানন, ভুক্তভোগী আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে কিছুদিন আগে বিয়ে করেন। তাকে না জানিয়ে সম্প্রতি আবার পঞ্চম বিয়ে করেন। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে স্ত্রী পঞ্চম বিয়ে সম্পর্কে আলাউদ্দিনের কাছে জানতে চান। একপর্যায়ে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন। এ নিয়ে ঝগড়া হয়। এরই একপর্যায়ে স্বামী আলাউদ্দিন ঘুমিয়ে গেলে রাত অনুমানিক ২টার দিকে ভুক্তভোগী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই সময় নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ মুগ্ধতা ছড়ালেন রেহান