ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

পুরো দেশই হারানোর ঝুঁকিতে আছেন একনায়ক জেলেনস্কি : ট্রাম্প

পুরো দেশই হারানোর ঝুঁকিতে আছেন একনায়ক জেলেনস্কি : ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ ফেব্রুয়ারি) একই বক্তব্যে জেলেনস্কিকে প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, শান্তি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো দেশেই হারানোর ঝুঁকিতে আছেন তিনি। তাদের মধ্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে থাকা রেষারেষিতে শঙ্কায় আছেন ইউরোপীয় নেতারা।

ইংরেজিতে জেলেনস্কির নামের বানান সঠিক রাখার থোড়াই কেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি হচ্ছেন নির্বাচনবিহীন একনায়ক। যুদ্ধের অবসান ঘটাতে তার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। নইলে দেশটা আর তার কব্জায় থাকবে না। তার এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে কিয়েভ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রিই সিবিহা এক্স-এ বলেছেন, নিজ দেশ বিকিয়ে দেওয়ার জন্য অন্য কেউ জোর খাটাতে পারে না। আমাদের আত্মরক্ষার্থে লড়াই করার অধিকার রয়েছে।

রুশ আগ্রাসন শুরুর পর ২০২২ সালে দেশের সামরিক আইন জারি করেছেন জেলেনস্কি। এ অবস্থায় দেশে প্রেসিডেনশিয়াল ও পার্লামেন্টারি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তাই, ২০২৪ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও জেলেনস্কি এখনও ক্ষমতায় রয়ে গেছেন। এ দিয়ে টানা দু-দিন ইউক্রেন ইস্যুতে আক্রমণাত্মক মন্তব্য করলেন ট্রাম্প। আগের দিনের এক বক্তব্যে ২০২২ সালে শুরু হওয়া রুশ আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি। অবশ্য তার এমন দাবিতে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় ইউরোপীয় মিত্ররা। সবাই আশঙ্কা করতে থাকেন, ট্রাম্পের খেয়ালখুশি মতো যুদ্ধ শেষ হলে আখেরে মস্কোই লাভবান হবে। ক্ষমতার একমাস পূরণ না হতেই হোয়াইট হাউজের দীর্ঘদিনের রুশ নীতিতে পরিবর্তন এনেছেন ট্রাম্প। তার রেশ দেখা যায়, রাশিয়াকে একঘরে রাখার প্রবণতা থেকে বেরোতে নিজ উদ্যোগে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের মাধ্যমে। আবার তার নেতৃত্বেই ইউক্রেনকে মাঠের বাইরে রেখে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন রুশ ও মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন

যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করলে ট্রাম্পের উদ্দেশে কড়া জবাব দেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার ভুলভাল তথ্য তোতাপাখির মতো আওড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য, এ বিষয়ে সতর্ক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, জনসম্মুখে প্রেসিডেন্টের কটাক্ষ করলে জেলেনস্কির জন্য তার ফলাফল বরং উল্টো হতে পারে। এদিকে, জেলেনস্কিকে একনায়ক বলার সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। দেশটির সংবাদমাধ্যম স্পিগেলের প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের মন্তব্যকে ভুয়া ও বিপজ্জনক বলেছেন তিনি।  খবর : রয়টার্স

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা