ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মুন্সিগঞ্জে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।

আরও পড়ুন

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে খাবার নিয়ে তার মা নুরজাহান বেগমের (৬৫) প্রতি ক্ষিপ্ত হন রুবেল। এসময় তিনি লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নুরজাহান।

এ ঘটনায় নুরজাহানের অপর ছেলে আক্কাস মোল্লা শ্রীনগর থানায় মামলা করেন। ওই মামলায় প্রায় সাত বছর পর রায় দিলেন আদালত।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় রাত সাড়ে নয়টার দিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নিজের মাকে হত্যার দায়ে মামলার আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

রোমানিয়ায় আকাশে রাশিয়ার ড্রোন, ধাওয়া ন্যাটো যুদ্ধবিমানের

মেসির পেনাল্টি মিসে বড় হার মায়ামির

বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস 

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন