ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ ৩০ দোকান পুড়ে ছাই

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ ৩০ দোকান পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় কাঁচাবাজার ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে ঝুটের গুদামসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মিল গেট সুন্দর আলী রোড এলাকায় আগুনের সূত্রপাত হয়।

 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম গণমাধ্যমকে জানান, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে গেলে আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না, যার কারণে তাদের কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। এরপর উত্তরা ফায়ার সার্ভিস থেকে সহায়তা প্রেরণ করা হয়।

অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে ঝুট গুদামকে দায়ী করা হলেও এখনও এই বিষয়ে তদন্ত চলছে। আগুনের ফলে ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কী কারণে আগুনের সূত্রপাত তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পরেও দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার