বগুড়ার নন্দীগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কাথম পশ্চিমপাড়ার মৃত রহমতুল্লাহর ছেলে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ব্যাটারি চালিত অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় গাইবান্ধা থেকে আসা একটি পিকনিক বাস। ভ্যান থেকে বাজারভর্তি ব্যাগসহ ছিঁটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন বৃদ্ধ।
ঘটনাস্থলে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। ভাটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (কাথম) আব্দুল জলিল এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুননিহতের ছেলে মনজুর রহমান জানান, কুন্দারহাটে সপ্তাহে রোববার ও বুধবার হাট বসে। সকালে তার বাবা বাড়ি থেকে কাঁচা বাজার করতে হাটে যান। ব্যাগভর্তি বাজার নিয়ে একটি ভ্যানে চালকসহ চারজন বাড়ি ফিরছিলেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, অটোভ্যান চালকের অসাবধানতায় দুর্ঘটনা ঘটেছে। ভ্যান থেকে সড়কে ছিঁটকে পড়লে বৃদ্ধের মাথার ওপর ওঠে বাসের চাকা। দুর্ঘটনা কবলিত বাস আটক করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
মন্তব্য করুন