পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মিফতাহুল জান্নাত মিতু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মিতু ওই এলাকার মো. আবু হানিফের কন্যা এবং এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মিতুর চাচা শওকত হোসাইন বলেন, মিতু দুপুরে বাড়ির উঠানে খেলছিল। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনে পুকুরে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।
মন্তব্য করুন