বিশ্বকাপ বাছাইপর্বের শেষটায় হারল মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটেছে আর্জেন্টিনা। শেষ হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বও। কিন্তু শেষটা রাঙাতে পারলো না আলবিসেলেস্তেরা। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে ধরাশায়ী হয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।লিওনেল মেসিকে বিশ্রামে দিয়েছেন কোচ স্কালোনি। গুয়াইয়াকিলে আর্জেন্টাইন ফুটবল জাদুকরবিহীন এ ম্যাচে অনেক কিছুই ঘটেছে। দুই লাল কার্ড আর পেনাল্টির ম্যাচে হারের তেতো স্বাদ হজম করেছে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলা বিপক্ষে খেলা গত ম্যাচের আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন এনেছিলেন স্কালোনি। লক্ষ্য ছিল সাফল্য ছিনিয়ে জয়ের ছন্দ ধরে রাখা। কিন্তু ৩১ মিনিটে অধিনায়ক নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সব হিসাব নিকাশ গড়বড় হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডর ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার গোলে হার মানে আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন স্বাগতিক ইকুয়েডরের মইজেসে ক্যাইসেদোও।
আরও পড়ুনমন্তব্য করুন