বগুড়ার ধুনটে চাঁদা না পেয়ে আসবাবপত্র ভাঙচুর, ছাত্রদল নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর মামলায় আল-আমিন (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। আসন্ন সম্মেলনে আল আমিন উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। গতকাল রোববার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের রফিকুল ইসলাম জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী আয়েশা বেগম স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যান্য দিনের মতো ২৯ জানুয়ারি সকাল ১১টায় মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরে।
এসময় ওই বাসায় মেয়েটির মা ছিলেন না। এ সুযোগে আল-আমিন ও তার দুই সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে ঢুকে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা না পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাঙচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
আরও পড়ুনএ ঘটনায় প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন বাদি হয়ে ওই দিনই আল-আমিনসহ তিনজনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন