ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল। গত ছয় সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বেশকিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছয় সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের বর্বর হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-প্রধান বলেন, ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চান জাতিসংঘ গাজায় মানবিক সহায়তা প্রদানের মূল মাধ্যম হিসেবে থাকুক। তবে বিতর্কিত মার্কিন সহায়তা গোষ্ঠী জিএইচএফ-এর কাজ নিয়ে আলোচনা হয়নি। 

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে দুই নারীর মরদেহ উদ্ধার

চবিতে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু

নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকলোভী স্বামীর পরিবারের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে