জালে উঠলো নিখোঁজ জেলের মরদেহ
_original_1739188388.jpg)
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার হওয়া মরদেহটি মহিপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
নিহত দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
আরও পড়ুনপুলিশ ও জেলেরা জানান, হাবিব খলিফার একটি মাছ ধরার ট্রলারে অন্য জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের রশিতে পা আটকে সাগরে পড়ে যায় ওই জেলে। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার দুইদিন পর অপর একটি ট্রলারের জেলেদের জালে দুলালের মরদেহ উঠে আসে।
তরিকুল ইসলাম আরও বলেন, নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন