ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি দল গতকাল শনিবার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন বগুড়া সদরের ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম জানান, গত ২০ জানুয়ারি দুপুরে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করছিল আল আমিন। এসময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে ওই ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

র‌্যাব সূত্র আরও জানায়, দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদেরভিত্তিতে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর বাজার এলাকায়  র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডের ঘটনা ব্যবসা-বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে : র‌্যাব

ইতিহাস গড়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে ইতালি

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা

সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলবে

বগুড়ায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের