ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৭ রাত

রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স হিমাগারে ডাকাতি, ৩০ লাখ টাকার সরঞ্জাম লুট

রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স হিমাগারে ডাকাতি, ৩০ লাখ টাকার সরঞ্জাম লুট। প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ব্রাদাস কোল্ড স্টোরেজ লিমিটেডে হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার ঘনিরামপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

ব্রাদাস হিমাগারের মেশিন অপারেটর আজিত মিয়া জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ২০-১৫ জনের একটি ডাকাত দল হিমাগারের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেন। এরপর দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে সিকিউরিটি গার্ড উমর আলী ও আবেদুল ইসলামকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের ঘরে আটক করে রাখেন তারা।

পরে হিমাগারের বিদ্যুৎ সুইচ বন্ধ করে দেন। এরপরেই মেশিন কক্ষে গিয়ে ৩৫০ কেভির ট্রান্সফরমারের তামার তার, বেশ কয়েকটি কম্পিউটারসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম পিকাপে করে লুট করে তারা।
হিমাগারের মালিক একরামূল হক বলেন, ডাকাতরা ভোর ৪টা পর্যন্ত ডাকাতি চালায়। এতে প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আরও পড়ুন

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, রংপুরের সি সার্কেল আছিফা স্যারসহ ডাকাতির ঘটনায় একাধিক পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগার কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গাঁজাসহ মাদকের ‘ফেরিওয়ালা’ গ্রেফতার

মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্খা :খাদ্য ও ভূমি উপদেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করতে বাধার মুখে প্রশাসন

হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক ও জুয়া মামলায় গ্রেফতার ১৮