ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

কোচের বিরুদ্ধে সাবিনাদের যত অভিযোগ

কোচের বিরুদ্ধে সাবিনাদের যত অভিযোগ

ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ এনেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হঠাৎ গণমাধ্যমের সামনে এসে দলের সিনিয়ররা ঘোষণা দেন, ইংলিশ কোচের অধীনে আর অনুশীলনে নামতে চান না। এতকিছুর পরও বাফুফে বাটলারকে রেখে দিলে একযোগে অবসরের হুমকিও দেন তারা। এক চিঠিতে বাটলারের বিরুদ্ধে নিজেদের অভিযোগগুলো তুলে ধরেন সাবিনারা। 

সাংবাদিকদের দেয়া সাবিনাদের লিখিত বক্তব্য হুবহু তুলে দেয়া হলো-

কোচের ইগনোরেন্স
সাফজয়ী দলের সিনিয়র সদস্যরা অভিযোগ করেছেন যে, টুর্নামেন্টের পর কোচ তাদের সাথে বসে সমস্যাগুলো সমাধান করার কোনো প্রচেষ্টা করেননি। বরং বাফুফের ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে সতর্ক করা হলেও, কোচ তার আচরণে কোনো পরিবর্তন আনেননি।

ভুল সিদ্ধান্ত ও একাদশ নির্বাচন
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ সিনিয়র ফুটবলারদের বাদ দিয়ে ভুল একাদশ গঠন করেছিলেন, যার ফলে বাংলাদেশ ড্র করে। ভারত বিপক্ষে তিনি একাদশ বদলাতে বাধ্য হন এবং জয়লাভের পর দলের সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হয়।

আরও পড়ুন

অপ্রত্যাশিত আচরণ
এক ম্যাচে কোচের সহকারী কোচের কাছে কৃষ্ণার জার্সি নম্বর জানতে চাইলে কোচ রেগে গিয়ে তাকে তেড়ে আসেন। এটি দলের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করেছে।

বডি শেমিং ও দুর্ব্যবহার
কোচ খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং সিনিয়র-জুনিয়র বিভাজন সৃষ্টি করে দলের মধ্যে অস্থিরতা তৈরি করেছেন। তার এই আচরণ খেলোয়াড়দের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

মানসিক হয়রানি
কোচ পিটার বাটলারের আচরণে খেলোয়াড়রা মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন, যা তাদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন।

বিভাজন সৃষ্টি
কোচ দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, জুনিয়র খেলোয়াড়দের ব্যবহার করে সিনিয়রদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন এবং অনুশীলন বয়কট করতে চাপ সৃষ্টি করেছেন, যা দলগত ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র

কুড়িগ্রামে দরিদ্র মানুষের দশ টাকার হাসপাতাল, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ফ্রি

দিনাজপুরের কাহারোলে ৯ হাজার ক্ষতিকর গাছের চারা ধ্বংস