প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা হবে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে মাহফুজ আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। শেখ মুজিবের বাকশাল আর তার মেয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ এই দেশের মানুষ আর দেখতে চায় না। বিগত ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না।’ মাহফুজ আলম চাঁদপুরে জুলাই বিপ্লবে আহত ও নিহত শহিদদের স্মরণ করে বলেন, ‘দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার গোলামি করতে চাই।’
আরও পড়ুনএদিন বিকেল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রামগঞ্জ তার জন্মস্থান হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে এলাকাবাসী।
মন্তব্য করুন