বেগমগঞ্জে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পলিথিনের কারখানায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। পলিথিন তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৪৩ কেজি পলিথিন জব্দসহ ৪ হাজার ২৫৭ কেজি দানা জব্দ করা হয়।
আজ বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী বাজারের নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ৪ হাজার ৪০১ কেজি পলিথিন ও সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, এই কারখানায় অবৈধভাবে পলিথিন তৈরি করা হয়, এমন অভিযোগে তাদের উপর নজরদারী ছিলো। কিন্তু তারা দিনের বেলায় কারখানা বন্ধ রাখে। তাই অভিযান সফল করা যাচ্ছিলো না। অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
মন্তব্য করুন