ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তানের মাটিতে ৩৫ বছর পর টেস্ট জয় ক্যারিবীয়দের

পাকিস্তানের মাটিতে ৩৫ বছর পর টেস্ট জয় ক্যারিবীয়দের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মুলতানের স্পিন-স্বর্গে ওয়েস্ট ইন্ডিজের জয়ের দারুণ সম্ভাবনা জেগেছিল টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষেই। তৃতীয় দিনে সফরকারীদের দরকার ছিল আর ৬ উইকেট। অন্যদিকে, সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১৭৮ রান। ক্যারিবীয় বোলারদের তোপে আজ প্রথম সেশনেই মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক পাকিস্তানের লড়াই। স্পিন-স্বর্গে ২৫৪ রানের চালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ৭৬ রান নিয়ে। আজ তৃতীয় দিনে দলীয় ১৩৩ রানেই গুটিয়ে গেছে শান মাসুদের দল। ১২০ রানের জয়ে দুই ম্যাচ সিরিজে সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। 

পাকিস্তানের মাটিতে এ নিয়ে কেবল পাঁচটি টেস্ট জিতেছে ক্যারিবীয়রা। যার সর্বশেষটি সেই ১৯৯০ সালের নভেম্বরে। সে দলে ছিলেন গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ইয়ান বিশপদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত টেস্ট দলের কেমার রোচ ছাড়া উইন্ডিজের বাকিদের কারও তখন জন্মই হয়নি।মুলতানে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ঘোর বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন সকালেই ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা সফরকারীরা শেষ পর্যন্ত ১৬৩ রানে অলআউট হলেও স্পিনারদের কল্যানে প্রথম ইনিংসে ৯ রানের লিড পেয়ে যায়। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে করতে পেরেছিল মোটে ১৫৪ রান। 

আরও পড়ুন

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় কাপ্তান ক্রেইগ ব্র্যাথওয়েটের ফিফটি ও শেষ দিকে গুডাকেশ মোটি ও জোমেল ওয়ারিক্যানের ব্যাটে আড়াইশোর কাছে যায় সফরকারীরা। প্রথম দিন হ্যাটট্রিক করা ৩৮ বছর বয়সী নোমান দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ১০ উইকেট নেওয়ার নিজের রেকর্ডটাও নতুন করে লেখেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার