বগুড়ার শেরপুরে রাতের আধাঁরে রোড ডিভাইডার ভাঙার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ধড়মোকাম এলাকায় রাতের আঁধারে মহাসড়কের রোড ডিভাইডার ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভেঙে ফেলার কাজে নিয়োজিত শ্রমিকরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৮টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের রোড ডিভাইডার ভাঙার কাজ করছিল একদল শ্রমিক। এসময় তাদের কাছ থেকে রোড ডিভাইডার ভাঙার কারণ জানতে চাইলে তারা জানান, জনৈক আনিস তাদেরকে টাকা দিয়ে রোড ডিভাইডার ভাঙার কাজে নিয়ে এসেছেন।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিকসহ হাইওয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শ্রমিকরা তাদের যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। তখন আনিস এসে সাংবাদিক ও পুলিশকে বলেন, তাদের অসুবিধা হওয়ায় এই রোড ডিভাইডাগুলো ভাঙা হচ্ছে। অনুমতির কথা বললে তিনি জানান, তিনি অনুমতির জন্য আবেদন করেছেন কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেননি।
আরও পড়ুনউপ-প্রকল্প ব্যবস্থাপক সড়ক সংযোগ প্রকল্প (সাসেক) তৌহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ভাঙার কাজ বন্ধ করে দিয়েছি। রোড ডিভাইডার ভাঙার সুযোগ নেই, যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা দ্রুত সটকে পড়েন, আমরা কাউকে আটক করতে পারিনি।
মন্তব্য করুন