ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি নিঃস্ব পাঁচ ব্যবসায়ী

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি নিঃস্ব পাঁচ ব্যবসায়ী। ছবি : দৈনিক করতোয়া

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে নিমিষেই পুড়ে ছাই হয়েছে পাঁচ ব্যবসায়ীর পাঁচটি দোকান। এতে কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দু’ টি ইউনিট এসে আগুনের নিয়ন্ত্রণ নেয়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারে।

কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারের সোনামনি স্কুল সংলগ্ন একটি মার্কেটে রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমিষেই ওই স্থানের পাঁচটি দোকান ভস্মিভূত হয়। এতে হামিদিয়া লাইব্রেরী, আল আমিন ষ্টোর গোধুলী ক্লথ ষ্টোর, ফাতেমা সু ষ্টোর ও মিজানুর ইলেক্ট্রনিক্সের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া হামিদিয়া লাইব্রেরী ও মিজান ইলেক্ট্রনিকের গুদাম ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুনের নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন

খবর পেয়ে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার আশ্বাস দেন। ফায়ার সার্ভিসের সাব-অফিসার মহরম আলী জানান অগ্নিকান্ডে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা দুটি ইউনিট প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করতে পেরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা