ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে কুপিয়ে জখম

পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুমন্ত দুই কিশোরী ও এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ভুক্তভোগীরা হলেন- ঢেপসাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে ইয়ানা (১১) ও তাদের আত্মীয় জুয়েনা (১২)।

স্বজনরা জানায়, জেসমিনের স্বামী মাছ ধরতে তিন দিন আগে সাগরে গিয়েছেন। রাতে মেয়ে ইয়ানা ও এক আত্মীয়ের মেয়ে জুয়েনাকে নিয়ে ঘরে থাকতেন জেসমিন। বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। এরপর সকালে রক্তাক্ত জুয়েনা দরজা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনজনেরই মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

আরও পড়ুন

ভুক্তভোগীর ঘরের মাটির মেঝেতে রহস্যজনকভাবে সিঁদকাটার চিহ্ন রয়েছে। এছাড়া ঘরে থাকা একটি আলমারী ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আক্রান্ত তিনজনের শরীরে স্বর্ণালংকার থাকলেও সেগুলোর কিছুই নেয়নি হামলাকারীরা। তবে জেসমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে তারা।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদ কেটে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার